নন্দনকানন আবৃত্তির চর্চা করে | নিয়মিত আবৃত্তির অনুষ্ঠান ,আবৃত্তির production নির্মাণ এবং প্রদর্শনী করে থাকে। গুনগত উৎকর্ষ এবং মানসম্মত আবৃত্তির প্রতি নন্দনকাননের মনোযোগ। এছাড়া উপস্থাপনা ও উন্নততর যোগাযোগ প্রক্রিয়ার(better communications) বিষয়েও সচেষ্ট। তাই আবৃত্তির চর্চা ও অনুষ্ঠানের পাশাপাশি নন্দনকানন 'শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও উপস্থাপনা' বিষয়ে প্রশিক্ষণ কর্মশালাও পরিচালনা করে থাকে। এছাড়া আবৃত্তিশিল্পের প্রসারের লক্ষে আয়োজন করে 'নন্দনকানন আবৃত্তি উৎসব' |
আবৃত্তি অনুষ্ঠানসমূহ
১। ভাসাও ডিঙ্গা সাগরে
২। স্বপ্নযাত্রা
৩। শঙ্খধ্বনি
৪। ফিরে এসো নিরঞ্জন
৫। ধাবমান দৃশ্যাবলী
৬। যতসব লক্ষ্মীছাড়া
৭। পশ্চাতে হলুদ বাড়ি
৮। মহিনের ঘোরাগুলি ঘাস খায় কার্ত্তিকের জোৎস্নার প্রান্তরে
৯। কেবলই দৃশের জন্ম হয়
১০। রিক্ত স্বদেশে আতপ্ত প্রাণের বীজ





